৩ ঘণ্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফল দিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় | ভর্তি নিউজ

৩ ঘণ্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফল দিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৩ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। [inside-ad-1] এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পূর্ণ মেধার ভিত্তিতে স

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার ভর্তি পরীক্ষা শেষ হওয়ার ৩ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পূর্ণ মেধার ভিত্তিতে সর্বাধুনিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে জুলাই-২০২১ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। পরীক্ষা নিয়ন্ত্রক ইফতেখার আলম ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হাকিম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার সার্বিক আয়োজন সম্পন্ন করেছেন।

জানা গেছে, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা ভর্তি পরীক্ষা ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা হয়। রাত ৮টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bsmmu.edu.bd/notice/477/result-of-admission-test-july-2021-for-m-phil-m-med-diploma-and-mph-courses) প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১৫০। এর মধ্যে মেডিসিন অনুষদে ১৫২৯, সার্জারি অনুষদে ৩২৯৯, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৭৫৪, ডেন্টাল অনুষদে ২০৯, প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৬১৬ ও শিশু অনুষদে ৭৪৩ জন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন