৩ মামলায় বিএনপি ৭০ নেতাকর্মীর আগাম জামিন | বিবিধ নিউজ

৩ মামলায় বিএনপি ৭০ নেতাকর্মীর আগাম জামিন

তিন মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ দলটির ৭০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত। রাজশাহী জেলা ২টি পৌরসভায় গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন সহিংসতার অভিযোগে এ মামলাগুলো করা হয়। ৩

তিন মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ দলটির ৭০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত। রাজশাহী জেলা ২টি পৌরসভায় গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন সহিংসতার অভিযোগে এ মামলাগুলো করা হয়।  ৩ মামলায় পৃথকভাবে ১১১জনকে আসামী করা হয়। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ওই নেতাকর্মীদের জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো.হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে জানান আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মো. মাফুজুর রহমান মিলন। তিনি বলেন, সম্প্রতি পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে এসব মামলা করা হয়। গ্রেফতারের আশংকায় তারা হাইকোর্টে এসে আগাম জামিন নেন।