৪৩তম বর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়

৪৩তম বর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার ৪২ বছর শেষ করে আজ (২২ নভেম্বর) ৪৩তম বর্ষে পা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দীর্ঘ এ পথচলায় প্রাপ্তির খাতায় নানা অর্জন যুক্ত হলেও দুর্নীতি, অনিয়ম, পরনির্ভরতা, স্থানীয় প্রভাবসহ নানামুখী সংকট ঘিরে আছে প্রত

প্রতিষ্ঠার ৪২ বছর শেষ করে আজ (২২ নভেম্বর) ৪৩তম বর্ষে পা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দীর্ঘ এ পথচলায় প্রাপ্তির খাতায় নানা অর্জন যুক্ত হলেও দুর্নীতি, অনিয়ম, পরনির্ভরতা, স্থানীয় প্রভাবসহ নানামুখী সংকট ঘিরে আছে প্রতিষ্ঠানটিকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অতীত ঐতিহ্য সমুন্নত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম-মর্যাদা বৃদ্ধি করতে জ্ঞানচর্চা ও গবেষণায় আরো বেশি মনোনিবেশ করব।’