৫ শিক্ষার্থীসহ সড়ক দুঘর্টনায় একদিনে ঝরল ১০ প্রাণ - দৈনিকশিক্ষা

৫ শিক্ষার্থীসহ সড়ক দুঘর্টনায় একদিনে ঝরল ১০ প্রাণ

দৈনিকশিক্ষা ডেস্ক |

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ, পাবনার চাটমোহর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, মৌলভীবাজারের কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, রাজশাহী, খুলনা ও গাজীপুরে পাঁচ শিক্ষার্থী, শিক্ষক, ব্যাংকারসহ ১০ জন নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী : পৃথক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন মোহনপুরের ধোপাঘাটা এ কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী মহানগর যুবলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আনারুল আখতার রনি (৩৪) এবং বাগমারার ঝিকরা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আসাদ (১২)। পবা থানার এসআই মাহফুজুর রহমান জানান, নওদাপাড়া এলাকার হেলাল উদ্দীনের ছেলে মোহনপুরের ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি ক্লাস শেষ করে রোববার দুপুরে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলে চড়ে তিনি নওহাটার রহমান কোল্ড স্টোরের মোড়ে পৌঁছালে পেছন থেকে ট্রাক রনির মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনস্থলেই তিনি মারা যান।

এদিকে, রাজশাহীর বাগমারায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে ভটভটি উল্টে আসাদুল ইসলাম (১১) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার দানগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা সরদারপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আবদুস সামাদ নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ গোপালগঞ্জ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তেলিরচালা এলাকায় রোববার বিকেলে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকার ইউনুছ আলীর স্ত্রী তমিরন বেগম ও আছিয়া বেগম। আছিয়া বেগমের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জ : সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইমন আহমেদ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ইমনের মা-বাবাসহ আহত হয়েছেন অন্তত আরও তিনজন। রোববার বিকেলে রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের ছুফি আহমেদের ছেলে।

চাটমোহর (পাবনা) : মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও ছয়জন আহত হয়েছেন। শনিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বাওনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সরকার জয় উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের বাবলু রহমানের ছেলে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় মোটরসাইকেল খাদে পড়ে নিহত হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম। রোববার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের নূরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীর মিয়ার ছেলে। সে উপজেলার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ (২০) অটোরিকশাচাপায় নিহত হয়েছেন। তুষার আহমেদ রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহাবুদ্দিন আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0040740966796875