৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার | বিবিধ নিউজ

৬৫৫ পিস ইয়াবা উদ্ধার, দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৬৫৫পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আলীপুরের তিন নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে ৬৫৫পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার  রাতে উপজেলার আলীপুরের তিন নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুই নারী হলেন, রহিমা বেগম ও খোদেজা। তাদের দুজনেরই বাড়ি কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া গ্রামে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে জানান, মাদক ব্যবসায়ীরা আলীপুরে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাতে ওই বাসার বারান্দার তাকের ওপরে লুকিয়ে রাখা ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।