৭১৬ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তির বাইরে - দৈনিকশিক্ষা

৭১৬ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তির বাইরে

চট্টগ্রাম প্রতিনিধি |

একাদশ শ্রেণিতে চলমান ভর্তি প্রক্রিয়ায় জিপিএ-৫ পাওয়া ১৭ জনসহ চট্টগ্রামের ৭১৬ জন শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে। নির্ধারিত সময়ে আবেদন করেও তারা এখনো কোনো কলেজে ভর্তির জন্য মনোনিত হয়নি।

সুযোগ না পাওয়া শিক্ষার্থীর অভিভাবকেরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করলেও বোর্ড কর্তৃপক্ষ বলছে, আসন শূন্য থাকা সাপেক্ষে সবাই কলেজের ভর্তির সুযোগ পাবে। কেউ ভর্তির বাইরে থাকবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা যায়,  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি কর্তৃক একাদশ শ্রেণির ভর্তিতে ওয়েবসাইটের (www.xiclassadmisssion.gov.bd) মাধ্যমে সর্বশেষ ১৯ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। এর পর দিন থেকে শুরু হয় কলেজে ভর্তি কার্যক্রম। ২০-২২ জুন প্রথম দফায় ভর্তি কার্যক্রম শেষ হয়। ঈদের বন্ধের কারণে পরবর্তীতে বৃহস্পতিবার (২৯ জুন) থেকে দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে ৪ জুলাই পর্যন্ত এবং ১ জুলাই থেকে কলেজে ক্লাস শুরুর কথা রয়েছে।

চূড়ান্ত মেধা তালিকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১টি সরকারি কলেজসহ ২৪৮টি কলেজে ৯২ হাজার ৯৬৭ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনিত হয়েছে। টেলিটক, রকেট বা শিওর ক্যাশের মাধ্যমে ১৮৫ টাকা বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে ভর্তীচ্ছুরা, তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে। তবে জিপিএ-৫ পাওয়া ১৭ জনসহ এখনো চট্টগ্রামের ৭১৬ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনিত হয়নি।

ফরহাদ উদ্দিন নামে এক শিক্ষার্থীর অভিভাবক  জানান, আমার মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। কলেজ ভর্তিতে নির্ধারিত সময়ে অনলাইনের মাধ্যমে আবেদনও করেছে। কিন্তু এখনো কলেজে ভর্তির জন্য মনোনিত হয়নি। অথচ জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গেছে। বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তারা আশ্বস্ত করেছে যারা ভর্তির সুযোগ পায়নি, নির্ধারিত ভর্তি কার্যক্রম শেষে এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসবে। জানি না আদৌ সন্তানকে কোনো কলেজে ভর্তি করাতে পারব কিনা।

ভর্তি নিয়ে মাথায় দুশ্চিন্তা ভর করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া জানান, কলেজ ভর্তিতে দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চায়ন আগামী ৪ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। শিক্ষার্থীদের  কলেজ জিপিএ-৫ পাওয়া ১৭ জনসহ চট্টগ্রামের ৭১৬ জন শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে।

সিলেকশন ও মাইগ্রেশন সিলেকশনের ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন না করায় কিছু শিক্ষার্থী চূড়ান্ত মেধা তালিকায় ভর্তির জন্য মনোনিত হয়নি। যারা এর আওতায় রয়েছে, তাদের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এখনো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৪৮টি কলেজে ১ লাখ ৩১ হাজার আসনের মধ্যে ৯২ হাজার ৯৬৭ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনিত হয়েছে।

ভর্তীচ্ছুদের দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে কলেজ পরিদর্শক আরও বলেন, একাদশ শ্রেণির ভর্তিতে এখনো প্রায় ৪০ হাজার আসন খালি রয়েছে।  পরবর্তীতে শূন্য আসন থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না।

এক্ষেত্রে প্রকাশিত চূড়ান্ত মেধা তালিকায় যে সব শিক্ষার্থীদের নামের পাশে `NOT CONFIRMED’ লেখা রয়েছ তারা রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫ টাকা জমা দিলে তাদের `COLLEGE APPROVAL’ মেনু থেকে `APPROVE’ করা যাবে বলেও জানান তিনি।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036129951477051