‘করোনার ফেরিওয়ালা’ হিসেবে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট বিতরণের কাজ থেকে প্রাথমিক শিক্ষকদের অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা। একইসাথে কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার (৭ জুন) দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও যুগ্ম সম্পাদক আছমা বেগম।
বিবৃতিতে পরিষদের নেতারা বলছেন, ২০২০ খ্রিষ্টাব্দের মার্চ মাস থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ২০২১ খ্রিষ্টাব্দে বিস্কুট বিতরণসহ নানা কাজে প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিপুল সংখ্যক শিক্ষক করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন। গত বছরের এ ঘটনাকে উপেক্ষা করে ২০২১ খ্রিষ্টাব্দে আবারও প্রাথমিক শিক্ষকদের করোনার ফেরিওয়ালা হিসেবে শিক্ষার্থীদের ওয়ার্কশিট বিতরণের নামে বাড়ি বাড়ি যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন
ওয়ার্কশিট বিতরণের দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়ে পরিষদের নেতারা আরও বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিদ্যালয় খোলার পরিবর্তে ‘করোনার ফেরিওয়ালা’ হিসেবে শিক্ষকদের নিয়োজিত করা কতটুকু যুক্তিসঙ্গত তা আন্তরিকতার সাথে ভেবে দেখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।