‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না’ | বিবিধ নিউজ

‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না’

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন বহুতল ভবন পেয়েছে। শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে সরকারের পরিকল্পনা অব্যাহত রয়েছে। আশা করি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না। বুধবার (১৩

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন বহুতল ভবন পেয়েছে। শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে সরকারের পরিকল্পনা অব্যাহত রয়েছে। আশা করি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ডুমুরিয়ার চেচুঁড়ি কে বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন,  শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রেজোয়ান মোল্যা, প্রক্তন প্রধান শিক্ষক  আ. সাত্তার খান, সিদ্দিকুর রহমান মোড়ল, ডা. বি এম দীন মোহাম্মাদ খোকা, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ, প্রধান শিক্ষক কামরুজ্জামানসহ অনেকে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।