‘প্রতিহিংসামূলক’ বদলিতে শিক্ষা ক্যাডারে ক্ষোভ - দৈনিকশিক্ষা

‘প্রতিহিংসামূলক’ বদলিতে শিক্ষা ক্যাডারে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের কয়েকজন শিক্ষককে বদলির ঘটনাকে ‘প্রতিহিংসা’ হিসেবে চিহ্নিত করেছেন শিক্ষা ক্যাডারের অধিকাংশ কর্মকর্তা। গতকাল ১১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ  থেকে এ বদলির আদেশ জারি হয়।   এতে দেখা যায় ‘প্রতিহিংসামূলক’ বদলির শিকার হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষার আন্দোলনে ‘তুর্কী তরুণ’ হিসেবে খ্যাতি পাওয়া দুইজন কর্মকর্তা। তারা ঢাকার বাইরের কলেজেই চাকরি করছিলেন। কিন্তু বদলির আবেদন না করলেও হঠাৎই তাদেরকে কয়েকশত মাইল দূরের কলেজে বদলি করে দেয়া হয়েছে। শিক্ষা ক্যাডারের অধিকাংশ কর্মকর্তা এমন বদলির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন বিতর্কিত কর্মকর্তাকে দায়ী করছেন। ফেসবুকসহ নানা মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। সদ্য মেয়াদ শেষ হওয়া বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনিও মর্যাদা রক্ষা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বদলির বিষয়টি ‘একটি বিশেষ মহলের উস্কানিতে হয়েছে’ বলে উল্লেখ করেন। বদলির আদেশ বাতিল করতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে কথা বলেছেন সভাপতি।জনস্বার্থে সরকারি কর্মকর্তাদের বদলি একটি স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য করেছেন সভাপতি।

উল্লেখ্য, শিক্ষা প্রশাসনে কুখ্যাত বাড়ৈ সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নতুন খোলসে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করার অভিযোগ করে আসছেন সচেতন শিক্ষকরা। শিক্ষা প্রশাসনে নানা অপকর্মের হোতা বাড়ৈ সিন্ডিকেটের প্রায় ৩০ জন সদস্যকে ২০১৮ খ্রিষ্টাব্দে ঢাকার বাইরে বদলি করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু কয়েকমাসের মধ্যেই তারা আরও গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেন। সমিতিতে নিয়মানুযায়ী নির্বাচন না দিয়ে টালবাহানা করে সময় নষ্ট করায় এই সিন্ডিকেটের ওপর ক্ষুব্ধ সমিতির অধিকাংশ সদস্য। আসন্ন নির্বাচনে ভরাডুবি ঠেকাতে পদ-পদবির লোভ দেখিয়ে কাউকে কাউকে দলে টানার চেষ্টা করারও অভিযোগ তাদের বিরুদ্ধে। দল ভারী করতে তারা জামাত-বিএনপিপন্থিদেরও শিক্ষা প্রশাসনের ভালো পদে বসানের অভিযোগ উঠেছে। 

সম্প্রতি নির্বাচন নিয়ে ঢাকা কলেজে কয়েকটি সভা অনুষ্ঠিত হয় শিক্ষা ক্যাডারের সিনিয়র ও জুনিয়র সদস্যদের নিয়ে। শিক্ষা প্রশাসনের কর্তাদের সাথেও বৈঠক হয়। এরপরপরই প্রতিহিংসামূলক বদলি শুরু হয় বলে দৈনিক শিক্ষাকে জানান কয়েকজন কর্মকর্তা।

উল্লেখ্য, বাড়ৈ সিন্ডিকেটের প্রধান মন্মথ বাড়ৈ কোনও ছুটি ছাড়াই সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন একাদশ সংসদ নির্বাচনের ঠিক আগে।

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0063459873199463