‘মানসম্মত শিক্ষা নি‌শ্চিত করতে প্রাথ‌মিক শিক্ষক‌দের ঐক‌্যবদ্ধ থাকার বিকল্প নেই’ | সমিতি সংবাদ নিউজ

‘মানসম্মত শিক্ষা নি‌শ্চিত করতে প্রাথ‌মিক শিক্ষক‌দের ঐক‌্যবদ্ধ থাকার বিকল্প নেই’

বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মিতির সা‌বেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু প্রাথ‌মিক শিক্ষা গ‌বেষণা প‌রিষ‌দের সভাপ‌তি মো. সি‌দ্দিকুর রহমান বলেছেন, একমাত্র ঐক‌্যবদ্ধ প্রয়াসই পা‌রে মানসম্মত প্রাথ‌মিক শিক্ষাসহ শিক্ষক‌দের মর্যাদা রক্ষা কর‌তে। আগামী প্রজ‌ন্মকে সুনাগ‌রিক হিসা‌বে গ‌ড়ে তুল‌তে হ‌লে প্রাথ‌মিক শিক্

বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মিতির সা‌বেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু প্রাথ‌মিক শিক্ষা গ‌বেষণা প‌রিষ‌দের সভাপ‌তি মো. সি‌দ্দিকুর রহমান বলেছেন, একমাত্র ঐক‌্যবদ্ধ প্রয়াসই পা‌রে মানসম্মত প্রাথ‌মিক শিক্ষাসহ শিক্ষক‌দের মর্যাদা রক্ষা কর‌তে। আগামী প্রজ‌ন্মকে সুনাগ‌রিক হিসা‌বে গ‌ড়ে তুল‌তে হ‌লে প্রাথ‌মিক শিক্ষক‌দের ২য় ও ৩য় শ্রেণির মর্যাদা থে‌কে বের হ‌য়ে আস‌তে হ‌বে। বঙ্গবন্ধুর স্ব‌প্নের বাংলা‌দে‌শ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি আদর্শহীনভা‌বে বিভক্ত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সেগুনবা‌গিচায় শিশু কল‌্যাণ প‌রিষ‌দের হল রু‌মে অনু‌ষ্ঠিত বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির একাংশের নেতাদের সা‌থে মতবি‌নিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ঐতিহ‌্যবাহী সংগঠন‌টি ব্রিটিশ আম‌লে গ‌ড়ে উঠে। সারা‌দে‌শে তা‌দের হাজার হাজার কো‌টি টাকার সম্পদ। একই সংগঠনের রেজিস্ট্রেশন থাকলেও তা দিয়ে একই নামে কয়েকটি সংগঠন চলছে। সংগঠনগুলোর সব নেতাদের মা‌ঝে মু‌ক্তিযু‌দ্ধের চেতনা ও প্রাথ‌মিক শিক্ষা নি‌য়ে বঙ্গবন্ধু ও তাঁরই সু‌যোগ‌্য কন‌্যা জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স্বপ্ন বাস্তবায়ন দৃশ‌্যমান নয়। মানসম্মত প্রাথ‌মিক শিক্ষা বাস্তবায়ন, শিক্ষক‌দের মর্যাদাসহ সংগঠন‌টির হাজার হাজার কো‌টি টাকার সম্পদ রক্ষার জন‌্য বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির ঐক‌্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

শিক্ষক নেতা আনোয়ারুল ইসলাম তোতার নেতৃ‌ত্বে সভায় অন্যান্য নেতারা ঐক‌্যবদ্ধ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তি গঠ‌নে দৃঢ় প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। মত বি‌নিময় সভায় পরামর্শ দেন গাজীউল হক চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মোঃ র‌ফিকুল ইসলাম, কামরুল ইসলাম, জুল‌ফিকার আলী প্রামা‌ণিক, আ. ওয়াদুদ ভূঞা, কমল বক‌সিসহ আরও অনেকে।

মত বি‌নিময় সভায় প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সহায়তায় প্রাথ‌মিক শিক্ষক স‌মিতির উপ‌জেলা-থানা থে‌কে জেলা এবং কে‌ন্দ্রের নির্বাচনের মাধ‌্যমে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় ঐক‌্যবদ্ধ সংগঠন গ‌ড়ে তোলার ঐক‌্যমত পোষণ ক‌রেন। নেতাদের আলোচনার মাধ্যমে সংগঠনকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়।  

মত বি‌নিময় সভায় বাংলা‌দেশ প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সব অং‌শের নেতাদের ঐক‌্যবদ্ধ সংগঠন গ‌ড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু প্রাথ‌মিক শিক্ষা গ‌বেষণা প‌রিষ‌দের এই নেতা।