‘শিক্ষক সংগঠন বেশি হওয়ায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া কঠিন’ | স্কুল নিউজ

‘শিক্ষক সংগঠন বেশি হওয়ায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া কঠিন’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেছেন, প্রাথমিক শিক্ষা পরিবার অনেক বড়। ৪লাখ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যোগ করলে সে সংখ্যা ৫ লাখ হয়। এতবড় পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে স্বাভাবিকভাবে মাতানৈক্য সৃষ্টি হয়। সে কারণে দেখা যায় তাদের মধ্যে ঐক্যমতে পৌঁছানো খুব কঠিন হয়ে দাড়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেছেন, প্রাথমিক শিক্ষা পরিবার অনেক বড়। ৪লাখ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যোগ করলে সে সংখ্যা ৫ লাখ হয়। এতবড় পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে স্বাভাবিকভাবে মাতানৈক্য সৃষ্টি হয়। সে কারণে দেখা যায় তাদের মধ্যে ঐক্যমতে পৌঁছানো খুব কঠিন হয়ে দাড়ায়। করোনা পরিস্থিতিতে যা আরও প্রকট আকার ধারণ করেছে। তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে শিক্ষকদের চিকিৎসা ভাতা ও উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিস্তারিত ভিডিওতে।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।