‘শিক্ষক হত্যা ও লাঞ্ছনা সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল’ - দৈনিকশিক্ষা

‘শিক্ষক হত্যা ও লাঞ্ছনা সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল’

ঢাবি প্রতিনিধি |

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে শিক্ষক হত্যা ও শিক্ষকদের ওপর আক্রমণের চেষ্টা সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল। এ ধরনের ঘটনায় প্রকৃত অপরাধীদের নিরপেক্ষভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  

কোনো অবস্থাতেই ছলচাতুরী করে প্রকৃত অপরাধীদের প্রশ্রয় দেওয়া যাবে না।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাম্প্রদায়িকতার উত্থান এবং শিক্ষক হত্যা-নির্যাতনের ঘটনায় নিন্দা-প্রতিবাদ ও শাস্তির দাবিতে এর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘সাম্প্রতিককালে শিক্ষক হত্যা, লাঞ্ছনাসহ নানাবিধ জঘন্য অপকর্মের ঘটনায় একজনেরও কি বিচার হয়েছে? একজন অপরাধীও শাস্তি পেয়েছে, এটা কি আমরা বলতে পারব? সুতরাং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ নিরপেক্ষ কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প নেই। দেখা যাচ্ছে, যাঁরা এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন, তাঁরা সনাতন ধর্মাবলম্বী। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ঘটনাগুলো সব ক্ষেত্রে বড় অবদান রাখা একটি সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়িত করার রাজনৈতিক উদ্দেশ্যে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতার পাশাপাশি যদি মেধা-মনন-চিন্তায় এগোনো না যায়, তাহলে এই উন্নয়ন টেকসই হবে না।’

মহান মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া৷ তিনি বলেন, ‘আজকে শিক্ষক হিসেবে আমার বলতে হচ্ছে, এ লজ্জা রাখিব কোথায়? আমার ছেলেমেয়েরা কয়েক দিন আগে আমাকে বলেছে, “বাবা, শিক্ষকতা ছেড়ে দাও; শিক্ষকদের তো কান ধরে ওঠবস করায়, জুতার মালা পরায়, মেরে ফেলে।” বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের যথাযথ মর্যাদা দিয়েছেন। কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন ও দলের নাম দিয়ে শিক্ষক হেনস্তার ঘটনা দেখতে পাই। এই বাংলাদেশ কি আমরা চেয়েছি? আমাদের কোমলমতি শিশুদের তারা (মৌলবাদী গোষ্ঠী) অপব্যাখ্যা দিয়ে বিপথে পরিচালনার চেষ্টা করছে।’

সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে পিছিয়ে মধ্যযুগে ফেরত নিতে চাইছে বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস৷ তিনি বলেন, ‘বহুত্ববাদী চেতনাকে ভূলুণ্ঠিত করে কেবল একরকম চিন্তাকে সামনে আনার যে জায়গা, সেটি হচ্ছে মৌলবাদ ও প্রতিক্রিয়াশীলতা। এর কারণেই আমরা দেখতে পাচ্ছি, এখানে (বাংলাদেশ) অন্য ধর্ম ও ভিন্নমতকে সহ্য করা হচ্ছে না। মানুষ যদি ধর্মান্ধ ও অন্ধকারাচ্ছন্ন হয়, তাহলে অবকোঠামো উন্নয়ন করেও কোনো লাভ হবে না। এমন বাংলাদেশ আমরা চাই না। চিন্তাকে চিন্তা দিয়ে মোকাবিলা করা হবে, চিন্তার জবাব চাপাতি দিয়ে হবে না, যেখানে পরমতসহিষ্ণুতা থাকবে, সে রকম একটা সহনশীল সমাজ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু সেই সমাজ আমরা নির্মাণ করতে পারিনি। মৌলবাদের কাছে পশ্চাদপসরণের কোনো জায়গা নেই। কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে সেটা ঘটেছে।’

শিক্ষক হত্যা ও শিক্ষকদের ওপর আক্রমণের চেষ্টা সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘নড়াইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছনা, সাভারে পিটিয়ে শিক্ষক হত্যাসহ যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিছক ফৌজদারি অপরাধ বা নিছক শান্তি-শৃঙ্খলাজনিত দুর্বলতা নয়। আজকে সমাজে মৌলবাদের বাড়বাড়ন্ত হচ্ছে, পবিত্র ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে এবং সংখ্যায় কম বলে কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীকে শত্রু আখ্যা দিয়ে অনিরাপদ করার চেষ্টা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই আজকে হৃদয় চন্দ্র মণ্ডল, স্বপন কুমার বিশ্বাসের মতো শিক্ষকদের ওপর আক্রমণ চালাচ্ছে। সাম্প্রদায়িক রাজনীতির কাষ্ঠে শিক্ষকদের বলি দেওয়া হচ্ছে। দেশে শিক্ষকদের সঙ্গে আর একটি অমর্যাদাকর ঘটনাও যেন না ঘটে, সে বিষয়ে স্থায়ী ফায়সালা করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি দিগার মো. কৌশিকের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মুমিত আল রশিদ, টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন, হাসিবুল হোসেন, আবু ইউনূস, কোহিনূর আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি নাজমুস সাকিব, প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি শাহাবুদ্দিন বিজয় প্রমুখ।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0031850337982178