‘সরকারিকরণই শিক্ষকদের একমাত্র প্রত্যাশা’ - দৈনিকশিক্ষা

‘সরকারিকরণই শিক্ষকদের একমাত্র প্রত্যাশা’

নিজস্ব প্রতিবেদক |

অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষকদের উচ্চতর গ্রেড-টাইম স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (নজরুল) নেতারা। শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। তাই, সরকারিকরণণই শিক্ষকদেরর একমাত্র প্রত্যাশা।’  

সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মহিলা বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সুলতানা শফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স।

আরও দেখুন: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শুরু হলো যেভাবে (ভিডিও)

বাংলাদেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ সরকারিভাবে উদযাপিত না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, পৃথিবীর বহুদেশে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। অথচ বাংলাদেশে শিক্ষক দিবসের আনুষ্ঠানিকতা নেই। এর কারণ শিক্ষক সমাজের বোধগম্য নয়। শিক্ষক নেতারা আরও বলেন, শিক্ষকদের ক্ষুধার্ত রেখে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব নয়। অবিলম্বে শিক্ষাব্যবস্থা সরকারিকরণই শিক্ষক সমাজের একমাত্র প্রত্যাশা। এছাড়া শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং উচ্চতর গ্রেড-টাইম স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক নেতারা। 

প্রধান অতিথি প্রফেসর ড. সুলতানা শফি বলেন, শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সাথে বসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য ও জাতীয়করণের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতাসহ শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয়সহ সভাপতি মো. মোহসিন আলী, প্রেসিডিয়াম সদস্য মো. মিজানুর রহমান, মো. মাহবুবুর রহমান, মো. তোফাজ্জল হোসেন, সহ সভাপতি শাহানাজ সুলতানা, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. তরিকুল ইসলাম, গাজীপুর জেলার সভাপতি মো. নুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সচিব ইয়াসমিন বেগম, কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সচিব মো. আলমগীর হোসেন, অর্থ সচিব মো. আতিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. আনোয়ার হোসেন, ধর্মীয় সচিব মো. শরীফুল ইসলাম প্রমুখ।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.002910852432251