নিউগিনিতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলি, নিহত এক | বিবিধ নিউজ

নিউগিনিতে ছাত্র আন্দোলনে পুলিশের গুলি, নিহত এক

পাপুয়া নিউগিনিতে প্রধানমন্ত্রী পিটার ও’নেইলের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।  বিবিসি প্রতিবেদনে বলা হয়, নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত পার্লামেন্টের দিকে অগ্রসর হয় ছাত্ররা। প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে পদত্যাগের দাবিতে এই আন্দোলন..

পাপুয়া নিউগিনিতে প্রধানমন্ত্রী পিটার ও’নেইলের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

 বিবিসি প্রতিবেদনে বলা হয়, নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত পার্লামেন্টের দিকে অগ্রসর হয় ছাত্ররা। প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। অবশ্য শুরু থেকেই দুর্নীতির বিষয়টি অস্বীকার করে আসছেন পিটার।

বিবিসি স্থানীয় একটি ভিডিও ফুটেজ দেখে জানায়, ক্যাম্পাসে গুলি ও টিয়ার গ্যাস ছোড়া হলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় প্রচুর মানুষ সেখানে ছিল।

পোর্ট মোরেসবির এক মেডিকেল কর্মকর্তা রয়টার্সকে জানায়, গুরুতর আহত অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আহত বেশ কিছু শিক্ষার্থীকে সেখান থেকে নিয়ে যাওয়ার ছবি দেখা যায়।