তুরস্কে ১৫২০০ শিক্ষা কর্মকর্তা বরখাস্ত | বিদেশে উচ্চশিক্ষা নিউজ

তুরস্কে ১৫২০০ শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে সরকারের ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার শিক্ষা বিভাগে কর্মরত ১৫ হাজার ২০০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, তুরস্কের উচ্চ শিক্ষা বোর্ড দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শ এর বেশি ডিনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো..

তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে সরকারের ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার শিক্ষা বিভাগে কর্মরত ১৫ হাজার ২০০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, তুরস্কের উচ্চ শিক্ষা বোর্ড দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শ এর বেশি ডিনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মচারীদের সঙ্গে তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের যোগাযোগ রয়েছে। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভ্যুত্থানের পেছনে গুলেনের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন।

তবে ফেতুল্লাহ গুলেন সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এই অভ্যুত্থানের সঙ্গে তাঁকে জড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছেন।