আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতির চিরাচরিত স্বভাব অনুযায়ী বন-বনান্তে কাননে কাননে পারিজাতের রংয়ের কোলাহলে ভরে উঠেছে চারদিক। কচি পাতায় আলোর নাচনের মতোই বাঙালির মনেও লেগেছে রংয়ের দোলা। হৃদয় হয়েছে উচাটন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের বর্ণিল পরিবেশনা। ছবি তুলেছেন দৈনিক শিক্ষার ফটো এডিটর বুলবুল আহম্মেদ।






