বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. জিয়াউল আহসান উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মৃত মির্জে আলী হাওলাদারের ছেলে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় চলাকালে জিয়াউল আহসান এ হুমকি দেন। এ ঘটনায় ওই দিন রাতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবির বামনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে গতকাল বুধবার হুমকিদাতা জিয়াউল আহসানের বিচারের দাবিতে উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীমা রানী রায় জানান, গত মঙ্গলবার তাঁরা বিদ্যালয়ের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এ সময় জিয়াউল আহসান বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে গালাগাল করেন। এক পর্যায়ে তিনি প্রধান শিক্ষকের কবজি কেটে নেওয়ার হুমকি দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুল কবির বলেন, আমাকে কয়েকবার জিয়াউল আহসান ফোন দিয়েছে। আমি নামাজে থাকায় তার ফোন রিসিভ করতে পারিনি।