এমপিওভুক্তি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাই শুরু - দৈনিকশিক্ষা

এমপিওভুক্তি মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাই শুরু

নিজস্ব প্রতিবেদক |

নতুন এমপিওভুক্ত হওয়া ১ হাজার ৭৬টি মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোর তথ্য যাচাই-বাছাই আজ বুধবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি। একইসাথে নতুন এমপিওভুক্ত মাদরাসার তথ্য যাচাইয়ে ২টি ও কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে ২টিসহ মোট ৪টি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে গঠিত সাব-কমিটি দুটি আজ বুধবার (১৮ ডিসেম্বর) থেকে ২৪ ডিসেম্বর কারিগরি শিক্ষা বোর্ডে এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করবে। বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, আজ ১৮ ডিসেম্বর ১১০টি ভোকেশনাল প্রতিষ্ঠানের, আগামীকাল ১৯ ডিসেম্বর আরও ৬৫টি ভোকেশনাল প্রতিষ্ঠান ও ৪৬টি বিএম কলেজের, ২২ ডিসেম্বের আরও ১০১টি বিএম কলেজের, ২৩ ডিসেম্বর ১০৩টি বিএম কলেজের তথ্য যাচাই করা হবে। আর আগামী ২৪ ডিসেম্বর বাকি থাকা ৩০টি বিএম কলেজ ও ৬২টি কৃষি প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা হবে। 

জানা গেছে, এমপিওভুক্ত ভোকেশোনাল প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৮ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ভর্তির প্রমাণক, পরীক্ষার্থীর সংখ্যা ও ফলাফল জমা দিতে হবে। বিএম কলেজগুলোর তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৭ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ২০১৭ খ্রিষ্টাব্দে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা,পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল জমা দিতে হবে। কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৭ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ২০১৫, ২০১৬ ও ২০১৭ খ্রিষ্টাব্দে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যার প্রমাণক, ২০১৫, ২০১৬, ২০১৭  খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীর গড় সংখ্যার প্রমাণক ও ২০১৫, ২০১৬, ২০১৭ খ্রিষ্টাব্দের ফলাফল জমা দিতে হবে। 

কারিগরি শিক্ষা বোর্ড সূত্র জানায়, নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানকে এমপিওভুক্তি তথ্য যাচাইয়ে  কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এসব কাগজপত্রের মূলকপি ও ১সেট ফটোকপি জমা দিতে হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের একজন উপযুক্ত শিক্ষকসহ কারিগরি শিক্ষা বোর্ডে আসতে বলা হয়েছে। 

এদিকে এমপিওভুক্ত মাদরাসার তথ্য যাচাইয়ে গঠিত সাব-কমিটি দুটি আজ বুধবার (১৮ ডিসেম্বর) থেকে  ২৪ ডিসেম্বর মাদরাসা শিক্ষা বোর্ডে এমপিওভুক্তির জন্য নির্বাচিত মাদরাসাগুলোর তথ্য যাচাই করবে। বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, আজ ১৮ ডিসেম্বর ১০০টি দাখিল মাদরাসার, আগামীকাল ১৯ ডিসেম্বর আরও ১০০টি দাখিল মাদরাসার, ২২ ডিসেম্বের আরও ১০০টি দাখিল মাদরাসার, ২৩ ডিসেম্বর ৫৭টি দাখিল মাদরাসা ও ৫৯টি আলিম মাদরাসার তথ্য যাচাই করা হবে। আর আগামী ২৪ ডিসেম্বর বাকি ৬৯টি  আলিম মাদরাসা, ৪২টি ফাযিল মাদরাসা ও ২৯টি কামিল মাদরাসার তথ্য যাচাই করা হবে। 

জানা গেছে, এমপিওভুক্ত দাখিল মাদরাসা তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৮ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ভর্তির প্রমাণক, পরীক্ষার্থীর সংখ্যা ও ফলাফল জমা দিতে হবে। আলিম মাদরাসার তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৮ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ২০১৭ ও ২০১৮ খ্রিষ্টাব্দে ভর্তির প্রমাণক ও শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্ট্রার, ২০১৭ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীর প্রমাণক ও ২০১৬, ২০১৭, ২০১৮ খ্রিষ্টাব্দের ফলাফল জমা দিতে হবে। ফাযিল মাদরাসার তথ্য যাচাইয়ে ১ম স্বীকৃতি ও ২০১৮ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ২০১২, ২০১৩ ও ২০১৪ খ্রিষ্টাব্দে ভর্তির প্রমাণক ও শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্ট্রার, ২০১২, ২০১৩, ২০১৪  খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীর তথ্য ও ২০১২, ২০১৩, ২০১৪ খ্রিষ্টাব্দের ফলাফল জমা দিতে হবে। আর কামিল মাদরাসার ক্ষেত্রে ১ম স্বীকৃতি ও ২০১৮ খ্রিষ্টাব্দের স্বীকৃতির প্রমাণক, ২০১২, ২০১৩ ও ২০১৪ খ্রিষ্টাব্দে ভর্তির প্রমাণক ও শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্ট্রার, ২০১২, ২০১৩, ২০১৪  খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীর প্রমাণক ও ২০১২, ২০১৩, ২০১৪ খ্রিষ্টাব্দের ফলাফল জমা দিতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানকে এমপিওভুক্তি তথ্য যাচাইয়ে মাদরাসা শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এসব কাগজপত্রের মূলকপি ও ১সেট ফটোকপি জমা দিতে হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের একজন উপযুক্ত শিক্ষকসহ মাদরাসা শিক্ষা বোর্ডে আসতে বলা হয়েছে। 

এর আগে গত ১৪ নভেম্বর নতুন এমপিওভুক্ত হওয়া মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোর তথ্য যাচাই-বাছাই করতে ১০ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজগুলোর দেয়া তথ্য যাচাই-বাছাই করতে কমিটির আহ্বায়ক করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে। গত ২৩ অক্টোবর প্রকাশিত এমপিও তালিকায় স্থান পাওয়া ১ হাজার ৭৬টি মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিএম কলেজের তথ্য যাচাই করবে এই কমিটি। কমিটির সদস্য সচিব করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (পিআইডাব্লিউ)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উপযুক্ত প্রতিনিধিকেও রাখা হয়েছে কমিটিতে।

কমিটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, এমপিওভুক্তির জন্য নির্বাচিত ১ হাজার ৭৬টি প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, মাদারাসা শিক্ষা বোর্ড এবং ব্যানবেইসের প্রতিনিধিদের সমন্বয়ে চারটি সাব-কমিটি গঠন করা হয়েছে। চারটির মধ্যে দুইটি সাব-কমিটি কারিগরি প্রতিষ্ঠানের তথ্য এবং দুইটি সাব-কমিটি মাদরাসার তথ্য যাচাই-বাছাই শুরু করেছে।

সূত্র আরও জানায়, তথ্য যাচাই-বাছাই সুবিধার্থে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সাব-কমিটির দুটি কারিগরি শিক্ষা বোর্ডে এবং মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সাব-কমিটির দুটি মাদরাসা শিক্ষা বোর্ডে এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই বাছাই করা হবে। তথ্য যাচাই-বাছাইয়ের সিডিউল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।  সাব-কমিটি নির্বাচিত প্রতিষ্ঠানের তথ্য যাচাই করে এমপিওভুক্তির যথার্থতা নিরুপন করে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে প্রতিবেদন জমা দেবেন। 

সূত্র দৈনিক শিক্ষাডটকমকে আরও জানায়, ব্যানবেইসের সফটওয়্যারের মাধ্যমে সরবরাহ করা তথ্যের যেসব প্রমাণের ওপর ভিত্তি করে শিক্ষা মন্ত্রণালয় এমপিওর তালিকা প্রকাশ করেছে সেগুলোও যাচাই করে দেখা হবে। 

প্রসঙ্গত, নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকায় দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি, কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান রয়েছে।

জানা যায়, এর আগে নতুন এমপিওভুক্তির জন্য গত বছরের আগস্টে আবেদন করে নয় হাজার ৬১৫ শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে দুই হাজার ৭৩০টি প্রতিষ্ঠানকে ২৩ অক্টোবর এমপিওভুক্তির ঘোষণা দেয়া হয়। এরমধ্যে ২০৪টি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় এমপিও দেয়া হয়। তালিকা প্রকাশের পর বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা যায় বঞ্চিত ননএমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে। 

নীতিমালা অনুযায়ী চার শর্ত পূরণকারী প্রতিষ্ঠানকে এমপিও দেয়া হয়েছে। শর্তগুলো হলো- প্রতিষ্ঠানের বয়স বা স্বীকৃতির মেয়াদ, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার। প্রতিটি পয়েন্টে ২৫ করে নম্বর থাকে। কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা এবং স্বীকৃতির বয়স পূরণ করলে শতভাগ নম্বর দেয়া হয়। সর্বনিম্ন ৭০ নম্বর পাওয়া প্রতিষ্ঠানও এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়। 

গত ২৩ অক্টোবর প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় প্রায় অস্তিত্বহীন, যুদ্ধাপরাধের আসামি প্রতিষ্ঠিত, সরকারিকৃত এবং আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নাম রয়েছে।  

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0091030597686768