করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জনে। এর আগে সবশেষ ৫ জনের মৃত্যু হয়েছিল গত ২৭ জুলাই। ফলে ৫৫ দিন পর আবার মৃত্যুর সংখ্যা পাঁচে উঠল। এর মাঝে কোনো কোনোদিন ১/২ জন মারা গেছেন। আর কোনো কোনোদিন কেউ মারা যাননি। সবশেষ ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছ

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। টানা দ্বিতীয়দিনের মতো শনাক্ত হয়েছেন ৬০০ এর বেশি কভিড রোগী।

মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে সর্বশেষ গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল।

  

সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল একদিনে। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১১ দশমিক ৬০ শতাংশ ছিল।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন হয়েছে। মৃত্যু সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৪৫ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৮৩ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।