কুবি সমাবর্তনে অংশ না নিলেও ফি দিতে হবে সনদ তোলার সময় - দৈনিকশিক্ষা

কুবি সমাবর্তনে অংশ না নিলেও ফি দিতে হবে সনদ তোলার সময়

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম সমাবর্তনে অংশ না নিতে পারলেও পরবর্তীকালে মূল সনদপত্র তুলতে সমপরিমাণ ফি দিতে হবে শিক্ষার্থীদের। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সমাবর্তনে অংশ না নিলে পরবর্তীকালে সনদ তোলার সময় নিয়মিত রেজিস্ট্রেশন হারে ফি দিতে হবে। তবে এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। প্রশাসনের এ সিদ্ধান্তকে সমাবর্তনে অংশগ্রহণে বাধ্য করার প্রয়াস হিসেবেই দেখছেন তারা।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আহসান হাবীব ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে লেখেন, ‘এ ঘোষণা কি সমাবর্তনে বাধ্য করার প্রয়াস! আনন্দঘন এবং কাঙ্ক্ষিতমানের সমাবর্তন আয়োজন করতে পারলে এমনিতেই বেশির ভাগ শিক্ষার্থী অংশ নেয়ার কথা। সমাবর্তন বক্তার নাম ঘোষণার অপেক্ষায়ও কেউ কেউ রেজিস্ট্রেশন করছে না, এমনটাও জেনেছি আমি।’ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘৪০৫০ টাকা ফি দিয়ে অংশ নেয়া সম্ভব কি না, একটু ভাবা দরকার। এটি অসহায় দরিদ্র শিক্ষার্থীদের প্রতি জুলুম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমাদের কাছে ডকুমেন্টস আছে। অনেক বিশ্ববিদ্যালয়ই এটি করে। আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের সনদ দেয়া হবে। www.cou-convocation.com এই ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর। জরুরি প্রয়োজনে ০১৭৬৩০৬১৬২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029668807983398