রাজশাহীর পুঠিয়ায় চারটি গুদামে মজুত করা ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো পায় পুলিশ। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার।
এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারার তাহেরপুরে এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এসময় গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।