২৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চার পদে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
শুন্য পদ
(১) সহকারী প্রধান শিক্ষক - ১ জন
(২) নৈশ প্রহরী - ১ জন
নবসৃষ্ট শুন্য পদ
(৩) নিরাপত্তা কর্মী - ১ জন
(৪) অফিস সহায়ক - ১ জন
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১ নং পদের জন্য ১ হাজার টাকা, ২-৪নং পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্র, ৩ কপি ছবি, চাকুরীরত প্রার্থীদের অনাপত্তিপত্র, ১ম এমপিও থেকে শেষ এমপিও এর কপি ও সকল সনদের সত্যায়িত কপিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। রূপালী ব্যাংক, আওতাপাড়া শাখার অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
যোগাযোগ: প্রধান শিক্ষক, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাঁশেরবাদা, ঈশ্বরদী, পাবনা।