চিলমারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চিলমারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সেখানে ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব সাদ্দাৎ সাক্ষরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মোত্তালেব, যুবদলের সাবেক সহ-সভাপতি আবু সাইদ হোসেন পাখী, সাবেক সেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজ সুমন, সাবেক ছাত্রনেতা শাহ্ আলম সবুজ, আসাদুজ্জামান বাবুসহ অনেকে।