ছাত্রীর মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ঢাবির মামলা - Dainikshiksha

ছাত্রীর মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ঢাবির মামলা

নিজস্ব প্রতিবেদক |

এক ছাত্রীর মৃত্যুর পর ঢাকার সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীর মৃত্যু হলে তার সতীর্থরা গ্রিন রোডের বেসরকারি ওই হাসপাতালটিতে ভাংচুরও চালিয়েছিল। এরপর রাতে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতির মৃত্যুর জন্য ভুল চিকিৎসাকে দায়ী করছে শিক্ষার্থীরা। তবে এই বিষয়ে হাসপাতালটির চিকিৎসকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আফিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শামসুন্নাহার হলে সংযুক্ত এই ছাত্রী থাকতেন পলাশী এলাকায়।

তার সহপাঠীরা জানায়, বুধবার ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়েছিল।

এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, “তখন ডাক্তাররা বলেছিল আফিয়ার লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) হয়েছে। সেই অনুযায়ীই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) তারা বলে, তার ডেঙ্গু হয়েছিল।”

আফিয়ার মৃত্যুর পর চিকিৎসকদের আগেকার ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর করে।

ডিএমপির ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহেল কাফী  বলেন, “আফিয়া মারা যাওয়ার পর বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসপাতালে ঢুকে ভাঙচুর করে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স  বলেন, “আমাদের একজন বোন ভুল চিকিৎসায় মারা গেছে। শিক্ষার্থীরা তাৎক্ষণিক ক্ষোভের কারণে হাসপাতালে ভাঙচুর চালিয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে- এটাই আমাদের দাবি।”

রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী চিকিৎসকসহ সেন্ট্রাল হাসপাতালের নয়জনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা কাফী।

তিনি বলেন, “নয়জন আসামির মধ্যে চিকিৎসক, সেবিকা ও হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে।”

আসামিরা হলেন- অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার  বৈরাগী এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ কাশেম।

মামলার আসামি হাসপাতালের পরিচালক এম এ কাসেম থানায় উপস্থিত ছিলেন। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা কাফী।

ঢাকায় ছাত্রী আফিয়ার পরিবারের কেউ না থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী ।

তিনি বলেন, “একটা পরিবারের স্বপ্ন যে ধ্বংস হল, স্বপ্ন ভঙ্গ হল কিছু ডাক্তারের ভুল চিকিৎসা ও গাফিলতির জন্য- এটার দায়দায়িত্ব তাদের নেওয়া উচিৎ।

“এরকম যারা সেবক থাকবে, তারা যদি সেবক না হয়ে ব্যবসায়ীর মতো আচরণ করে, তাহলের তাদের এটার জন্য শাস্তি পাওয়া উচিৎ।”

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033118724822998