সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছের বাজারে অভিযান চালিয়ে জেল মিশ্রিত ৫৫ কেজি চিংড়ি ও ৩০ কেজি জাটকা আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার সকালে উপজেলার হাটিকুমরুল হাইওয়ের পাইকারি মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পরে এ ৮৫ কেজি চিংড়ি ও জাটকা মাছ ৮টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বায়োজিত আলম দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার হাটিকুমরুল হাইওয়ে পাইকারি মাছের বাজারে অভিযান পরিচালনা করে জেল মিশ্রিত ৫৫ কেজি চিংড়ি ও ৩০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়। পরে আটককৃত ৮৫ কেজি মাছ ৮ টি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের লিল্লা বোর্ডিংয়ে বিতরণ করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে মাছের ভেতরে জেল বা কীটনাশক যাতে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতনতা তৈরিতে এ অভিযান পরিচালনা হয়।