ঝালকাঠিতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি ওষুধের দোকান ও মূল্য টেম্পারিং করে বেশি মূল্য লেখার কারণে দুইটি মুদি দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, সব পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে।