শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) অভিযান চালায় দুদকের একটি টিম। বৃহস্পতিবার (১২ মে) দুদকের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস (দলনেতা) ও মো. আবুল কালাম আজাদ ঘুষ লেনদেনের সরাসরি তথ্য না পেলেও বেশ কিছু অসামঞ্জস্য তথ্য পেয়েছেন। দুদকের সহকারী পরিচালক ( জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) মিনিস্ট্রি অডিটের নামে ২০০ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে শিক্ষা ভবন পরিদর্শন করে। সেখানে দায়িত্বপ্রাপ্ত পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরের অনুপস্থিতে যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের সাথে অভিযােগের বিষয় নিয়ে আলােচনা করেন। অভিযােগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে।
কোন প্রকার ঘুষ প্রদান করা হয়েছে কি না তা যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দুদক টিম দাখিল করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের মণিরামপুর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অডিটের সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।