তরুণ প্রজন্ম ফেসবুক-টিকটকের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত : রাষ্ট্রপতি

তরুণ প্রজন্ম ফেসবুক-টিকটকের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত : রাষ্ট্রপতি

আকাশ সংস্কৃতির বদৌলতে অনুপ্রবেশ করা ভিনদেশি অপ্রয়োজনীয়, বিজাতীয় ও অপসংস্কৃতির সবকিছু বর্জন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সঙ্গে তরুণ

আকাশ সংস্কৃতির বদৌলতে অনুপ্রবেশ করা ভিনদেশি অপ্রয়োজনীয়, বিজাতীয় ও অপসংস্কৃতির সবকিছু বর্জন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সঙ্গে তরুণ প্রজন্মের ইন্টারনেট আসক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ছোট ছোট ছেলেমেয়ে আর যুব সম্প্রদায় ফেসবুক, ইউটিউব, টিকটক, গেমসসহ বিভিন্ন অ্যাপসের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত। তাদের কাছে মুঠোফোন, ল্যাপটপই বিনোদন আর খেলাধুলার প্রধান সামগ্রী। এভাবে চলতে থাকলে তারা নিজেদের ইতিহাস-ঐতিহ্যকেই একদিন ভুলে যাবে।

গতকাল বৃহস্পতিবার ‘শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০’ প্রদান অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ সংস্কৃতির বিকাশে তৃণমূল পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সুস্থ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

সংস্কৃতিকে জীবনের দর্পণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্য জানিয়ে দেয় জাতি হিসেবে আমরা কতটা উন্নত ও আধুনিক।’ দেশের যুবসমাজকে আধুনিক ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার তাগিদ দেন।

করোনার কারণে স্থগিত থাকা দুই বছরের শিল্পকলা পদক দেওয়া হয় অনুষ্ঠানে। শিল্পাঙ্গনের ২০ গুণী শিল্পীকে এ পদক দেওয়া হয়। পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: বাসস