তিন পদে নিয়োগ দেবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় | স্কুল নিউজ

তিন পদে নিয়োগ দেবে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

সরকারি বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে (দীঘলার আইট) সৃষ্টপদে ১ জন নিরাপত্তাকর্মী, ১ জন অফিস সহায়ক ও ১ জন আয়া নিয়োগ দেয়া হবে।

সরকারি বিধি মোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও  এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে (দীঘলার আইট) সৃষ্টপদে ১ জন নিরাপত্তাকর্মী, ১ জন অফিস সহায়ক ও ১ জন আয়া নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও ১ হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। রূপালী ব্যাংক, নওয়াবেঁকী শাখায় সঞ্চয়ী হিসাব নং- ২৯৩১০১০০১৩০৫২ এর  অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে। 

যোগাযোগ:- প্রধান শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,পদ্মপুকুর, আশাশুনি, সাতক্ষীরা।

মোবাইল:- ০১৭০৯-৯০৮৭৭৭ (প্রধান শিক্ষক)