কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় উদ্যানতত্ত্ববিদ বাবুল চন্দ্র সরকার এ বছর দেশের ‘শ্রেষ্ঠ কৃষিবিজ্ঞানী’ নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।
গত মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুর রৌফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তকর্তা ও বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞানী বাবুল চন্দ্র ১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০১০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান।