পুলিশের অনুষ্ঠানে বিস্ফোরণ : তিন বেলুন সরবরাহকারী গ্রেফতার | বিবিধ নিউজ

পুলিশের অনুষ্ঠানে বিস্ফোরণ : তিন বেলুন সরবরাহকারী গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার পর গতকাল সোমবার ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন আসামী অনুষ্ঠানে বেল

গাজীপুর মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলার পর গতকাল সোমবার ঢাকা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন আসামী অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলার দৌলতখান থানার লেজপাতা এলাকার মো. বাবুল (৫২), ফরিদপুরের মধুখালী থানার কামারখালী গ্রামের মানিক মিয়া (৪০) ও গাইবান্ধার ফুলছড়ি থানার কাইদর উত্তরপাড়া এলাকার কিবরিয়া (৫০)।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টায় গাজীপুর সদর থানার উপপরিদর্শক মোসাব্বির হোসেন বাদি হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে আসামি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারীীী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন দৈনিক শিক্ষাডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় জিএমপির চতুর্থ বর্ষপূর্তীর অনুষ্ঠানের মঞ্চের পূর্ব পাশে ছোট উদ্বোধন মঞ্চে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন নেয়া হয়। কিন্তু বারবার চেষ্টা করলেও বেলুনগুলো উড়ছিলনা। পরে কয়েকজন পুলিশ সদস্য এতে সেই বেলুনগুললো মঞ্চের পিছনে নিয়ে যায়। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রামন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মুল মঞ্চে চলে যান। তারা মূল মঞ্চে চলে যাওয়ার কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো উড়ানোর চেষ্টা করেন। এ সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কমেডিয়ান আবু হেনা রনি, গাজীপুর পুলিশের কন্সটেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া ও ইমরান হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিলুর রহমান আহত হন। পরে আশপাশের পুলিশ সদস্যরা তার গায়ে পানি ঢেলে আগুন নেভায় এবং গাড়িতে করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রনির ২৫ শতাংশ এবং জিল্লুর রহমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া।