উত্তাল কাশ্মীরে স্কুল-কলেজ বন্ধ - Dainikshiksha

উত্তাল কাশ্মীরে স্কুল-কলেজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা অভিযানে পাঁচ ‘বেসামরিক’ নাগরিক হত্যার ঘটনায় উপত্যকাজুড়ে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তুমুল ভারতবিরোধী বিক্ষোভ শুরু হওয়ায় গতকাল সোমবার রাজ্যটির কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ। বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রোববার রাতে সোপিয়ানের পোহন এলাকার পাশে সেনাদের টহল ভ্যান একটি গাড়িকে থামার নির্দেশ দেয়। এরপরই সেনাদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে এক জঙ্গি নিহত হয়। গাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে কিছু দূরে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়ি থেকে তিন তরুণের দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তারা সাধারণ নাগরিক ছিল। কিন্তু সোপিয়ানের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চলতি বছর এ নিয়ে দ্বিতীয় বারের মতো সেনাবাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহত হলো।

চলতি বছরের জানুয়ারিতে সেনাবাহিনীর গুলিতে তিন ব্যক্তি নিহত হলে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর। সেনাবাহিনী দাবি করেছিল, পাথর নিক্ষেপকারী উত্তেজিত জনতার সহিংসতা মোকাবিলা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, রোববার বেসামরিক নাগরিক হত্যা ও তাদের জঙ্গি প্রমাণে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে শত শত কাশ্মীরি জনগণ। ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা। কাশ্মীরে নয়াদিল্লির শাসনের অবসান দাবি করা হয়। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করেন। বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষও ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রোববারের ঘটনার বিষয়ে কোনো এফআইআর দায়ের করেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে।

শ্রীনগরভিত্তিক সংবাদমাধ্যম গ্রেটার কাশ্মীর জানায়, উদ্ভূত পরিস্থিতিতে কাশ্মীরের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কাশ্মীর সরকারের শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলতাফ বুখারি জানান, সোমবার স্কুল-কলেজগুলো বন্ধ থাকবে।

 

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0040180683135986