নীলফামারীর জলঢাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক ছাত্রী। ওই ছাত্রীর শ্লীলতাহানি করা এরশাদ আলী (২৮) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ওই ছাত্রী পৌরশহরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শহরের কৈমারী রোডের বটতলী নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার নেকবক্ত এলাকার ওই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী পৌরশহরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শহরের কৈমারী রোড বটতলী নামকস্থানে পৌঁছালে পেছন থেকে তাকে ধাওয়া করে আসে এরশাদ আলী। সেসময় ওই রাস্তায় কোন মানুষ ছিলো না। ওই ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক তার শ্লীলতাহানি করে বাইসাইকেলযোগে পালিয়ে যায় এরশাদ। পরে ওই কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ করেন।
বেলা ১১টার দিকে কৈমারী রোডের এক ব্যবসায়ীর দোকানের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এরশাদকে আটক করা হয়। সে পৌরশহরে চেরেঙ্গা দোলাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে করা এ প্রশ্নের জাবাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবীর।