ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন | বিবিধ নিউজ

ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে দ্বিতীয় মেয়াদে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে দ্বিতীয় মেয়াদে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী চার বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৭ অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। 

এদিকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর অধ্যাপ ড. মেসবাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় জাতির পিতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় কাউন্সিল সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম, পরিচালক (অ্যাক্রেডিটেশন) নাসির উদ্দীন আহাম্মেদ, পরিচালক (কিউএ এন্ড এনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন

ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।