বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা : সেরা মেধাবী যারা | বিশ্ববিদ্যালয় নিউজ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা : সেরা মেধাবী যারা

শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুজে বের করতে প্রতিবছর আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। ২০২২ খ্রিষ্টাব্দের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ১৫ জন সেরা মেধাবী নির্বাচিত হয়েছে। তাদের আগামী রোববার (২৬) পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার এ বছরের সেরা

শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খুজে বের করতে প্রতিবছর আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। ২০২২ খ্রিষ্টাব্দের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ১৫ জন সেরা মেধাবী নির্বাচিত হয়েছে। তাদের আগামী  রোববার (২৬) পুরস্কৃত করা হবে। বৃহস্পতিবার এ বছরের সেরা মেধাবীদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

সেরা মেধাবী যারা :

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে জাতীয় পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির গ্রুপে সেরা নির্বাচিত  হয়েছেন মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত খানম নওশীন। এ বিষয়ে নবম-দশম শ্রেণির গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র যুলকার নাইন। আর একাদশ-দ্বাদশ গ্রুপে এ বিষয়ে সেরা নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন।

প্রতিযোগিতায় দৈনন্দিন বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ থেকে অষ্টম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছে ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জাহিন আবরার আজাদ, নবম-দশম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাবিনা ইয়াসমিন রিক্তী এবং একাদশ-দ্বাদশ গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো.তাশরীফ আহম্মেদ তুহিন।

গণিত ও কম্পিউটার বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী খন্দকার ফারহান ইশরাক, নবম-দশম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিয়ান তাহলিল, একাদশ-দ্বাদশ গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইফতেখার আলম জুয়েল।

বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফ মাহবুব, নবম-দশম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের নবম আফিয়া জাইন এবং একাদশ-দ্বাদশ গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত। 

প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের সীতানাথ মথুরানাথ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজান বিন মোর্শেদ দীপ, নবম-দশম গ্রুপে সেরা হয়েছেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়য়ের দশম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা সাহা এবং একাদশ-দ্বাদশ গ্রুপে সেরা নির্বাচিত হয়েছেন নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পার্থ প্রতিম সান্যাল। 

পুরস্কার বিতরণী রোববার :

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী রোববার (২৬ জুন) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে দেশ সেরা ১৫ জন মেধাবীকে পুরস্কৃত করা হবে। আর এর আগের দিন শনিবার সেরা মেধাবী ও অংশগ্রহণকারীদের নিয়ে একই ভেন্যুতে মহড়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৬ জুন সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে নির্বাচিত ১৫ জন বছরের দেশ সেরা মেধাবী ও জাতীয় পর্যায়ের অংশগ্রহণকারী ১১৭ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানের আগার দিন শনিবার সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে রিপোর্ট করতে হবে। তাদের একই দিন দুপুর আড়াইটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পূর্বপ্রস্তুতি মহড়ায় উপস্থিত থাকতে হবে। 

দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা মেধাবীদের তালিকা তুলে ধরা হলো। 

তালিকা দেখতে ক্লিক করুন :

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE   করতে ক্লিক করুন।