দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার স্কুল-কলেজগুলোকে কাগজপত্র, পাঠাগারের বই, ল্যাব সরঞ্জাম, কম্পিউটার ল্যাবের সরঞ্জাম নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয় দিতে স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
অধিদপ্তর থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল-কলেজগুলো প্রধানদের পাঠানো হয়েছে।
মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় দুর্গত জনগনের নিরাপদ আশ্রয় দিতে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। বন্যা পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারের বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ল্যাবরেটরি সরঞ্জাম ও কম্পিউটার ল্যাবরেটরি সরঞ্জাম নিরাপদে সংরক্ষণ করতে হবে।
গত কয়েকদিন ধরে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভায়বহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় দুর্গতদের নিরাপদ আশ্রয় দিতে স্কুল-কলেজগুলো অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিলো অধিদপ্তর।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।