দিনাজপুরের ঘোড়াঘাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সুমাইয়া ইয়াসমিন রিয়া। মঙ্গলবার ভোরে সুমাইয়া ইয়াসমিনের বাবা রাজা মিয়া সরকার উপজেলার রানীগঞ্জ কশিগাড়ী গ্রামে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সুমাইয়ার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পরে।
পরীক্ষা শুরুর আগে রানীগঞ্জ সরকারি (২য়) দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এসএসসি কেন্দ্রের কর্তৃপক্ষ সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের স্বান্ত্বনা দিয়ে সুমাইয়ার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন। সুমাইয়া ইয়াসমিন বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়।
জানা গেছে, সুমাইয়া উপজেলার ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। রানীগঞ্জ সরকারি (২য়) দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫ নম্বর কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।