বিদেশে নারীদের কাজে যাওয়ার বয়স কমালো শ্রীলংকা | বিবিধ নিউজ

বিদেশে নারীদের কাজে যাওয়ার বয়স কমালো শ্রীলংকা

বিদেশে নারীদের কাজ করতে যাওয়ার বয়স সীমা কমাল শ্রীলংকা। নতুন আরোপিত বয়স সীমা ২১ বছর। ডলারের ভান্ডারে অতীতের স্থিতি ফিরিয়ে আনতেই মঙ্গলবার এই পদক্ষেপ নেয় সরকার।

বিদেশে নারীদের কাজ করতে যাওয়ার বয়স সীমা কমাল শ্রীলংকা। নতুন আরোপিত বয়স সীমা ২১ বছর। ডলারের ভান্ডারে অতীতের স্থিতি ফিরিয়ে আনতেই মঙ্গলবার এই পদক্ষেপ নেয় সরকার। খবর এএফপির

      

২০১৩ খ্রিষ্টাব্দে, সৌদি আরবে পরিচারিকা হিসাবে কর্মরত ১৭ বছর শ্রীলংকান তরুণীকে গৃহকর্তীর সন্তান হত্যার দায়ে শিরশ্ছেদ করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে, বিদেশে কাজ করতে যাওয়া নারীদের বয়সের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল শ্রীলংকা। সৌদি আরবে কাজের জন্য সর্বনিম্ন ২৫ বছর এবং অন্যান্য দেশের জন্য ২৩ বছর করা হয়।