বিসিএস ছাড়াই ক্যাডারভুক্ত করা হচ্ছে ৯০ প্রকৌশলীকে - দৈনিকশিক্ষা

বিসিএস ছাড়াই ক্যাডারভুক্ত করা হচ্ছে ৯০ প্রকৌশলীকে

নিজস্ব প্রতিবেদক |

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিসিএসের মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত ২৫ জন ক্যাডার কর্মকর্তাকে পদোন্নতি না দিয়েই বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নন–ক্যাডার এবং পিএসসি থেকে নিয়োগপ্রাপ্ত ৯০ জন সহকারী প্রকৌশলীকে ক্যাডারভুক্ত ও জ্যেষ্ঠতা প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইন সংশোধন করে তাঁদের ক্যাডারভুক্ত করা হচ্ছে। এর সঙ্গে আগের ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির কোনো সম্পর্ক নেই।

১৫ জুন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জনস্বাস্থ্যে ক্যাডার পদ সৃষ্টির পূর্বেই ওই পদে ভূতাপেক্ষভাবে কর্মকর্তাদের পদায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। পদোন্নতি প্রত্যাশীরা জানিয়েছেন, এটি পুরোপুরি অবৈধ। শুধু তাই নয়, রাজস্ব খাতে যোগদানের তারিখ হতে উক্ত ৯০ জনকে ক্যাডারভুক্ত করায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা উক্ত ৯০ জন কর্মকর্তার তুলনায় জ্যেষ্ঠতায় পিছিয়ে পড়েছেন। এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র ক্যাডার কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। তাঁরা সবাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২৮তম, ৩০তম, ৩১তম, ও ৩২তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। দেশের বিভিন্ন স্থানে তাঁরা কর্মরত আছেন।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে বিভিন্ন সময়ে রাজস্ব খাতে স্থানান্তরিত ৩২ জন ও বিভিন্ন সময়ে নন-ক্যাডার ও পিএসসি হতে নিয়োগকৃত ৫৮ জনসহ মোট ৯০ জন সহকারী প্রকৌশলীকে ক্যাডারভুক্তির উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ মে বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) নিয়োগ বিধিমালা সংশোধন করেছে। উক্ত বিধিমালায় ক্যাডারভুক্তির সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে ‘অবিলম্বে কার্যকর’ করার নির্দেশনা প্রদান করা হয় অর্থাৎ তাঁদেরকে ভূতাপেক্ষভাবে ক্যাডারে অন্তর্ভুক্তির কোনো সুযোগ রাখা হয়নি। কিন্তু স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারের উক্ত সংশোধিত নিয়োগ বিধিমালার অপব্যাখ্যা করে পূর্বের তারিখে ৯০ জন কর্মকর্তাকে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ক্যাডারভুক্তির উক্ত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত নিয়োগ বিধিমালা অনুসরণ করা হয়নি মর্মে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, উক্ত ক্যাডার পদগুলো সৃষ্টি হয়েছিল ২০১৯ সালের জানুয়ারিতে। কিন্তু তাঁদের ক্যাডারভুক্ত দেখানো হয়েছে বহু আগে ১ জুলাই ২০০৪ সাল থেকে।

সূত্র জানায়, একই বিষয়ে ২২ জানুয়ারি, ২০১৯ সালে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জনস্বাস্থ্য প্রকৌশল নিয়োগ বিধিমালা সংশোধন ব্যতিরেকেই রাজস্ব বাজেটে পদায়নের তারিখ দেখিয়ে ৯৫ জন নন-ক্যাডার কর্মকর্তাকে জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। উক্ত প্রজ্ঞাপনে ক্যাডারভুক্তির বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয় প্রেরিত সুপারিশের কথা উল্লেখ করা হলেও ৮ জানুয়ারি ২০২০ তারিখে কর্ম কমিশন সচিবালয় ‘আলোচ্য কর্মকর্তাদের সুপারিশসংক্রান্ত কোনো রেকর্ড কর্ম কমিশনে খোঁজ করে পাওয়া যাচ্ছে না’ মর্মে জানায়। 

ক্যাডার কর্মকর্তাদের অভিযোগ, মূলত অবৈধভাবে বিপুল অর্থ লেনদেনের মাধ্যমে একটি প্রভাবশালী মহল এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল মর্মে জানা যায়। রুলস অব বিজনেসকে পাশ কাটিয়ে নিয়োগবিধি সংশোধন ব্যতিরেকে উক্ত প্রজ্ঞাপনের বিরুদ্ধে প্রজ্ঞাপন বাতিলের জন্য ক্যাডার কর্মকর্তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। পরবর্তীকালে ৯ জুন ২০১৯ স্থানীয় সরকার বিভাগ উক্ত কর্মকর্তাদের ক্যাডারভুক্তির আদেশ যথাযথভাবে জারির সুবিধার্থে প্রজ্ঞাপনটি বাতিল করে।

জানা যায়, ২০১৯ সালে ৯৫ জনের ক্যাডারভুক্তির প্রজ্ঞাপনটি নিয়োগবিধি সংশোধন ব্যতিরেকেই করা হয় আর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত নিয়োগবিধি অনুসরণ না করে স্থানীয় সরকার বিভাগ থেকে এ বছরের ১৫ জুন পূর্বের ন্যায় কর্মকর্তাদের রাজস্ব খাতে যোগদানের তারিখ দেখিয়ে ৯০ জনের প্রজ্ঞাপনটি অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে জারি করে।

এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান  বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রনালয় যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটি দেখে শুনেই নেবে বলে আমার বিশ্বাস। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রনালয় যে সিদ্ধান্ত দেবে, আমরা তা বাস্তবায়ন করব।’

এ বিষয়ে জানতে চাইলে এনক্যাডারমেন্টের সঙ্গে যুক্ত ও এই পদোন্নতিসংক্রান্ত কাজে যুক্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্প, নন ক্যাডার এবং পিএসসি হতে নিয়োগপ্রাপ্ত ৯০ জন সহকারী প্রকৌশলীকে ক্যাডারভুক্ত হওয়ার আবেদন করেছিলেন। আইন সংশোধন করে তাঁদের ক্যাডারভুক্ত করা হচ্ছে। এর সঙ্গে আগের ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির কোনো সম্পর্ক নেই।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0079100131988525