জুন এবং জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে শার্প নিটিং এন্ড ডাইং লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল থেকে তারাই কর্মবিরতি শুরু করেন। পরে বকেয়া বেতন দেয়ার আশ্বাসে দুপুরে তারা আন্দোলন স্থগিত করেছেন।
কারখানা শ্রমিক সোহেল রানা দৈনিক শিক্ষাডটকমকে জানান, জুন ও জুলাই মাসের বকেয়ার দাবিতে রয়েছে। জুলাই মাস পার হয়ে গেলেও জুনের বেতনও দেয়নি কর্তৃপক্ষ। এতে বাড়িভাড়া ও সংসার খরচ দেয়া সম্ভব হচ্ছে। বাড়ির মালিক ও দোকান মালিকদের বকেয়া পরিশোধের তাগাদা শুনতে হচ্ছে। এ অবস্থায় পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার মো. জালাল উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে জানান, কারখানায় শ্রমিক সংখ্যা ৫০০ জন। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে শার্প নিটিং এন্ড ডাইং লিমিটেডের শ্রমিকরা জুন মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে জুলাই মাস শেষ হয়ে যাওয়ায় এ মাসের বেতন পরিশোধের দাবি যোগ করে কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানা গেটের সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
তিনি আরও জানান, কারখানা মালিক আবুল কালাম আজাদের সঙ্গে আলোচনা করে জুনের অর্ধেক বেতন প্রদান এবং আগামী মঙ্গলবার জুনের বাকি বেতন ও ২৮ আগস্ট জুলাইয়ের বেতন পরিশোধ আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন ত্যাগ করে। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জুনের অর্ধেক বেতন দেয়া শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।