রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ক্লাস ছুটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৯ অক্টোবর পর্যন্ত রেবোবির ক্লাস ছুটি থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে পূর্ব ঘোষিত ৩ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা ছুটি শুরু হওয়ার পরিবর্তে ২ অক্টোবর থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর এবং ১, ৭ ও ৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৯ অক্টোবর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজার ছুটি। তাই আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত ক্যালেন্ডার মতে অফিস ছুটি অপরিবর্তিত থাকবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।