ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ - দৈনিকশিক্ষা

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি |

নীলফামারী সদরের কচুকাটা মাঝপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর উপাধ্যক্ষকে বাদ দিয়ে সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।  

জানা যায়, গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম মহিউদ্দিন ৬০ বছর পূর্তি হওয়ায় অবসরে যান। তার অবসরের পর ১ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক নুরুল আমিন কাছিমীকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অপরদিকে প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন ২৯ বছর ধরে দায়িত্ব পালন করলেও তাকে দায়িত্ব দেয়া হয়নি।

নীতিমালা অনুযায়ী অধ্যক্ষ পদ শূন্য হলে প্রতিষ্ঠানে অধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন উপাধ্যক্ষ। পদে থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নীতিমালা অনুযায়ী উপাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। 

এ বিষয়ে উপাধ্যক্ষ মোসলেম উদ্দিন বলেন, কীভাবে সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে জানা নেই। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানে কোনো আলোচনা হয়নি। আর দায়িত্ব পালন নিয়ে আমি কোনো অপারগতা প্রকাশ করিনি। বিধি মোতাবেক দায়িত্ব প্রদান করা হলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। 

আর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমিন কাছিমী বলেন, সকল নিয়ম মেনে জ্যেষ্ঠতার ভিত্তিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। 

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অধ্যক্ষ পদ শূন্য হলে সেখানে উপাধ্যক্ষ কর্মরত থাকলে বিধি মোতাবেক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি সকল দায়িত্ব পালন করবেন। যদি কোনো কারণে উপাধ্যক্ষ পদ শুন্য থাকে তাহলে জেষ্ঠ্যতার ভিত্তিতে কর্তৃপক্ষ যাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানাবেন তিনি দায়িত্ব পালন করবেন। তদন্ত সাপেক্ষে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0032451152801514