ভালুকায় এইচএসসির কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ - দৈনিকশিক্ষা

ভালুকায় এইচএসসির কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি |

ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা উপজেলা সদরের রাস্তা গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসে। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা দৈনিক শিক্ষাকে বলেন, ভালুকা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে বাটাজোর ডিগ্রী কলেজ কেন্দ্রে গিয়ে তাদের পরীক্ষা দিতে হবে। প্রতিবছর এ কলেজের ছাত্র-ছাত্রীরা নানা ভোগান্তি ও প্রতিকূলতার মধ্য দিয়ে এভাবেই পরীক্ষা দিয়ে আসছে। কলেজের পূর্ববর্তী পরীক্ষার্থীরাও কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছে কিন্তু পরিবর্তন হয়নি। 

তারা আরো বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন বর্ষা মৌসুমের কারণে আবহাওয়া খারাপ থাকে। ২৫কি.মি. দূরত্বের এ ভাঙ্গাচোরা সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে না। ফলে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারে না। এছাড়াও নিভৃত পল্লী হওয়ায় ওই এলাকায় আবাসিক সুবিধা না থাকায় ভাড়া বাসা নিয়ে অবস্থান করাও সম্ভব হয়না।  বিগত বছর গুলোতে অনেক পরীক্ষার্থীই দুর্ঘটনার শিকার হয়েছে। কেউ কেউ ভেজা শরীরে পরীক্ষা দিয়েছে। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা এ বিষয়ে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল শিক্ষার্থীদের পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহনের পরামর্শ দিয়ে বলেন, দাবির বিষয়টি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি গ্রহণযোগ্য সমাধানের আন্তরিক প্রচেষ্ঠা চালানো হবে। এ প্রেক্ষিতে তিনি দ্রুত সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন এবং ত্বরিৎ পদক্ষেপ গ্রহণের ব্যাবস্থা করবেন।

শিক্ষার্থীরা জানায়,তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। 

সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0057120323181152