ভেন্ডিং মেশিনে ঢাবির ১০ স্পটে মিলবে স্যানিটারি ন্যাপকিন - দৈনিকশিক্ষা

ভেন্ডিং মেশিনে ঢাবির ১০ স্পটে মিলবে স্যানিটারি ন্যাপকিন

ঢাবি প্রতিনিধি |

পিরিয়ডের সময় সহজে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহে ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি জায়গায় চালু হল ভেন্ডিং মেশিন। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ডাকসু ও এসিআই ফ্রিডমের উদ্যোগে ভেন্ডিং মেশিন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, নারী স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত নানা ভুল ধারণা ভেঙে দেয়ার লক্ষ্যে ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন সুবিধা নিয়ে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

‘ফ্রিডম হাইজিন কর্নার’ নামে এই ভেন্ডিং মেশিনের স্পট থাকবে মেয়েদের পাঁচটি আবাসিক হল- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল ও কবি সুফিয়া কামাল হলে।

এছাড়াও টিএসসি, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, কলাভবনের কমনরুম, সায়েন্স লাইব্রেরি এবং চারুকলা অনুষদেও বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। ক্যাম্পাসের ১০টি স্পটে বসানো এসব মেশিন থেকে যে কোনো শিক্ষার্থী ১০ টাকায় স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন, যার বাজার মূল্য ১৪ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “উদ্যোগটি একটি অসাধারণ ও চমৎকার উদ্যোগ। এর মধ্য দিয়ে নারীর স্বাস্থ্য সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট অগ্রগতি সাধিত হবে।

“দেশে নারী স্বাস্থ্যের বিষয়টি, বিশেষ করে টয়লেট ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয় খুব কম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে পথ দেখিয়েছে, যেমনটা পথ দেখিয়েছে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের সুতিকাগার হিসেবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমেদ বলেন, “আজকের এই উদ্যোগটি নিয়ে আমি শুধু খুশিই নই, আমি গর্বিত।

“ঋতুস্রাব মেয়েদের জীবনে একটা প্রকৃতিপ্রদত্ত বিষয়, যেটা নিয়ে অনেক রাখঢাক রয়েছে। এই জায়গাটি থেকে বেরিয়ে এসে আমরা এটা নিয়ে এখন কথা বলতে পারছি।”

অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী বলেন, “কয়েক বছর আগেও যেখানে বিষয়টি নিয়ে কথা বলতে পারতোনা, ছেলেদের ক্ষেত্রেও এই ব্যাপারে ধারণা তেমন ছিল না, সেখান থেকে বেরিয়ে এসে এখন নারী-পুরুষ নির্বিশেষে সকলে সচেতন হচ্ছে।

“ছেলেরা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করছে; ব্যাপারটি আসলেই অনেক ইতিবাচক।”

ব্যবসায় অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, “দেশের পঞ্চাশ শতাংশই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীর যদি শরীর কিংবা মন ভালো না থাকে, তাহলে জাতি হিসেবে আমরা কখনও সামনে আগাতে পারবো না।

“নারীরা যখন মাঠে কাজ করতে আসে, তখন ওই দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা সেখান থেকেই অর্জিত হতে পারে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে আমাদের প্রতিজ্ঞা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ডাকসুর হল ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.006709098815918