মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতি, আটক তিন

মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতি, আটক তিন

সাতক্ষীরার পাটকেলঘাটায় মরা গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তিনজনকে আটক করেছে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় মরা গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। 

বুধবার সকাল ৭টার দিকে পাটকেলঘাটা থানার পুলিশ তাদের মরা গরু জবাই করে স্থানীয় বাজারে মাংস বিক্রির আগে আটক করে।

আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত আনছার আলীর ছেল আশরাফ আলী (৪০), পাটকেলঘাটার আব্দুল মাজেদ সরদারের ছেলে সুজায়েত আলী ও শাকদাহ গ্রামের এজাহার আলীর ছেলে সাইফুল ইসলাম।  

পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।