মাদরাসা শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে - দৈনিকশিক্ষা

মাদরাসা শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের প্রস্তাবটি অনুমোদন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সকালে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী রোববার দৈনিক শিক্ষাকে বলেন, গত বৃহস্পতিবার রাতে দৈনিক শিক্ষার প্রতিবেদনে দেখলাম ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার সরকারি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু লক্ষ্য করলাম ও চিঠিতে মাদরাসা ও কারিগরির কথা উল্লেখ নেই। এরপরই মন্ত্রী সাথে যোগাযোগ করলাম। 

এদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষকদের জন্য আদেশ জারি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মাদরাসা ও কারিগরির শিক্ষকরা। এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিকশিক্ষা ডটকমকে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি হলে দ্রুত সময়ের মধ্যে মাদরাসা শিক্ষকদের প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। সেইসাথে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়। কিন্তু মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের অর্থ ছাড়ের বিষয়ে এখনো তেমন অগ্রগতি হয়নি। তাই মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এদিকে বেসরকারি শিক্ষক নেতারা নভেম্বরের বেতনের সাথেই মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ ও মাদরাসা অধিদপ্তরের কাছে অনুরোধ জানিয়েছেন।

এবিষয়ে মাদরাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুঞা দৈনিক শিক্ষাকে জানান, মাদরাসা শিক্ষকদের বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে আজ রোববার পাঠানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আদেশ জারি করা হবে। 

এক প্রশ্নের জবাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক সফিউদ্দিন আহমদ দৈনিক শিক্ষাকে জানান, বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে একটি হিসাব মঙ্গলবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে আদেশ জারি হলে দ্রুত সময়ের মাদরাসা শিক্ষকদের  প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স  অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ রোববার দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে মন্ত্রনালয়ের আদেশ জারি না হওয়ায় হতাশায় রয়েছেন। নভেম্বরের বেতনের সাথেই ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার অর্থ ছাড় করার অনুরোধ জানান তিনি। 

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0036420822143555