মেডিকেল শিক্ষায় প্রশিক্ষণ ও গবেষণায় অর্থ বরাদ্দ নেই - দৈনিকশিক্ষা

মেডিকেল শিক্ষায় প্রশিক্ষণ ও গবেষণায় অর্থ বরাদ্দ নেই

নিজস্ব প্রতিবেদক |

মেডিকেল শিক্ষায় শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ, গবেষণা ও শিক্ষা উপকরণ বাবদ আলাদা কোনো অর্থ বরাদ্দ নেই। এর ফলে চিকিৎসা শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। তাই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর মেডিকেল শিক্ষা নিশ্চিতে এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া জরুরি বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ (উন্নয়ন-অনুন্নয়ন) দেয়া হয় ৩০ হাজার ৬৩২ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্যসেবায় ১৬ হাজার ১৬২ কোটি টাকা এবং মেডিকেল শিক্ষায় ৪ হাজার ৪৭০ কোটি টাকা। এ হিসাবে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের ২২ শতাংশ ব্যয় হচ্ছে মেডিকেল শিক্ষায়। তবে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা উপকরণ, শিক্ষকদের গবেষণা ও প্রশিক্ষণে আলাদা কোনো বরাদ্দ নেই।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, মেডিকেল শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণার কোনো বিকল্প নেই। কেননা সারা বিশ্বে অসংক্রামক ব্যাধি ব্যাপক হারে বাড়ছে, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ ও মস্তিষ্কজনিত সমস্যা। এসব রোগ প্রতিরোধ ও নির্মূলে চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। পাশাপাশি নতুন নতুন গবেষণার মাধ্যমে দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা শিক্ষার মান ধরে রাখতে হবে। এর ফলে চিকিৎসা বিজ্ঞান যারা পড়ান (শিক্ষক) তারা শিক্ষার্থীদের সঠিক জ্ঞানদান করতে পারবেন। এতে দেশে দক্ষ চিকিৎসক গড়ে উঠবে, যা জনস্বাস্থ্যের জন্য আশীর্বাদ হবে।

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজর ও বিশিষ্ট চিকিৎসা শিক্ষাবিদ অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, চিকিৎসা শিক্ষার গুণগত মান ধরে রাখতে হলে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা উপকরণ যেমন প্রয়োজন, তেমনি প্রশিক্ষণ ও গবেষণা প্রয়োজন। এজন্য এসব খাতে অবশ্যই আলাদা বরাদ্দ থাকতে হবে। শুধু তা-ই নয়, মেডিকেল কলেজগুলোয় বিভাগভিত্তিক আলাদা বাজেট থাকাও প্রয়োজন। তা না হলে চিকিৎসা শিক্ষার মান তো বাড়বেই না, বরং তা দিন দিন নিম্নমুখী হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজ ৩১টি ও বেসরকারি ৭৪টি। সরকারি-বেসরকারি এসব মেডিকেল কলেজের বেশির ভাগেই বেসিক সায়েন্স বিভাগে শিক্ষক নেই। শিক্ষকদের নেই কোনো প্রশিক্ষণ। বরাদ্দ না থাকায় কোনো গবেষণা কার্যক্রমও চলছে না। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলো মূলত ব্যবসার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ায় সেখানে শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণার বিষয়টি উপেক্ষিত থাকছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, মেডিকেল শিক্ষার প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণের আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য অবশ্যই আলাদা বরাদ্দ থাকতে হবে। বিএসএমএমইউতে প্রশিক্ষণ ও গবেষণায় আলাদা বরাদ্দ রয়েছে বলে জানান তিনি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম বলেন, আধুনিক টেকনোলজির সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য যেমন প্রশিক্ষণ প্রয়োজন, তেমনি গবেষণাও দরকার। তবে এক্ষেত্রে আলাদা বরাদ্দ না থাকায় তারা নতুন শিক্ষকদের উদ্বুদ্ধ করতে পারছেন না। তবে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিল থেকে গবেষণার জন্য সীমিত কিছু বরাদ্দ পাওয়া গেছে। এতে তরুণ শিক্ষকরা গবেষণায় মনোযোগ দিতে পারবেন। তবে বিভাগভিত্তিক গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ প্রয়োজন বলে তিনি মনে করেন।

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033760070800781