খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের মায়েদের সমন্বয়ে 'মা সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি এম এম বাচ্চু আহমেদ।
মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, এ এম ফিরোজ আহমেদ বাবুল, ওমর আলী মোল্লা, উত্তম কুমার কুন্ডু, মো. মনিরুজ্জামান, জি এম নূরুল আলম, সুলতানা রাজিয়া, জেসমিন আক্তার, বিউটি বেগমসহ অনেকে।
সমাবেশে তিন শতাধিক শিক্ষার্থীর মা অংশগ্রহণ করেন।
আলোচকরা বলেন, মা একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয় মা সমাবেশে।