গতকাল রাতে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারে সিনেমা দেখলেন লুঙ্গি পরে আসায় টিকিট না পওয়া সেই ব্যক্তি। সেই ব্যক্তির নাম সামান আলী সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যার শো তে তিনি ও তার পরিবারের সদস্যরা 'পরাণ' সিনেমাটি দেখেছে। সিনেমা দেখার সময় তিনি ও তার পরিবারের সদস্যদের অনেকে এসেছিলেন লুঙ্গি পরেই। স্টার সিনেপ্লেক্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে সামান আলী সরকার ও তার পরিবারের সদস্যদের ছবি শেয়ার করেছে।
ক্যাপশনে লিখা রয়েছে- সম্পূর্ণ স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে সামান আলি সরকার এবং তার পরিবারকে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আপনাকে খুশি করতে পেরে আমরা আনন্দিত। বুধবার সন্ধ্যায় একটি ভিডিও ছড়িয়ে পরে ফেসবুকে। সেখানে লুঙ্গি পরে থাকা সামান আলীকে বলতে শোনা যায়, লুঙ্গি পরে আছি বলে আমার কাছে টিকিট বিক্রি করেনি।