বিক্ষোভের মুখে ভিকারুননিসার সেই শিক্ষকের বদলি স্থগিত - দৈনিকশিক্ষা

বিক্ষোভের মুখে ভিকারুননিসার সেই শিক্ষকের বদলি স্থগিত

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় এক শিক্ষক বদলি স্থগিত করা হয়েছে। ওই শিক্ষকের নাম আবু সুফিয়ান। তিনি প্রতিষ্ঠানটির মূল শাখায় (নিউ বেইলি রোড) বদলি হতে চাইলে মঙ্গলবার প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে বিকেলে তার বদলি স্থগিত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 

মঙ্গলবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দিবা শাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পাল। এদিকে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনরত অভিভাবক ও শিক্ষকরা প্রতিষ্ঠানটিতে অবস্থান করছেন। 

বসুন্ধরা শাখার দিবা শাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পাল বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিভাবকদের আন্দোলনের মুখে শিক্ষক আবু সুফিয়ানের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। 

জানা গেছে, প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার আবু সুফিয়ান নামের ওই শিক্ষক মূলশাখায় বদলি হলে এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন অভিভাবকরা। এসময় প্রায় একঘণ্টা অভিভাবকদের অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ তুলেছেন আন্দোলনরত অভিভাবকরা।

আন্দোলনরত অভিভাবকরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার দুপুর থেকে অভিভাবকরা প্রতিষ্ঠানটিতে আন্দোলন শুরু করেন। দুপুর একটার দিকে আন্দোলন শুরু হলে গার্ডরা গেইটে তালা দিয়ে আন্দোলনরত অভিভাবকদের অবরুদ্ধ করে দেয়। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পরে তারা দুপুর দুইটার দিকে তালা খুলে দেন। তারা আরও জানান, শিক্ষক আবু সুফিয়ান বদলি হোক এটা আমরা চাই না। তাই এ আন্দোলন। কিন্তু প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার দিবাশাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পাল তাকে মূল শাখায় পাঠিয়ে দিচ্ছেন। 

ওই শিক্ষকের বদলি স্থগিতের বিষয়ে জানতে চাইলে অভিভাবকরা বলেন, বসুন্ধরা শাখা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ওই শিক্ষকের বদলি স্থগিত করা হয়েছে। তারা আরও জানিয়েছেন মূল শাখা থেকে কর্তা ব্যাক্তিরা আসছেন বলে আমাদের জানানো হয়েছে। আমরা প্রতিষ্ঠানে এখনো অবস্থান করছি। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0030889511108398